নিজস্ব প্রতিবেদক: “আমার দেহখান নিও না শ্বশ্মান” এই সুরে আর কখনো মঞ্চ মাতাবেন না অড সিগ্নেচারের অন্যতম জনপ্রিয় ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল, আজ ১১ ই মে শনিবার সকাল পৌনে এগারোটার দিকে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে,নরসিংদী জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাচদোনার ড্রিম হলিডে পার্ক রোডে মারাত্মকভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয় অড সিগ্নেচার ব্যান্ডের পুরো টিম। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হোন আমার দেহখান গানের ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল ও গাড়ির ড্রাইবার সালাম। বাকীরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পৌনে এগারোটার দিকে অড সিগ্নেচারের অফিশিয়াল ফেসবুক পেজে তারা এই তথ্য নিশ্চিত করে পোস্ট করেন। তারা জানান-
সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মক ভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দূর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
এই খবরে বাংলা ব্যান্ড মিউজিক জগতে ছড়িয়ে পড়ে শোকের ছায়া।