শিরোনাম:
দুর্বৃত্তের গুলিতে ঘোড়াশালে একজন নিহত নোয়াকান্দি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান পলাশের জিনারদীতে একটি বাড়িতে তালাবদ্ধ দরজা ভেঙে ভয়াবহ চুরি। বেলাবতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বেলাবোতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল  রায়পুরা উপজেলার ইউপি সদস্যের ওপর গুলি করা সেই  ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেপ্তার ফাতিন আলাম নাফিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি। নরসিংদীতে থানার সামনে ফিল্মি গ্যাং স্টাইলে ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় কর্মচারীকে মারধরের অভিযোগে নরসিংদীতে ফিলিং স্টেশনে জ্বালানী সরবরাহ বন্ধ মায়ের হাতে ৩ বছরের পুত্র সন্তান খুন, সন্তান হত্যাকারী মা আটক।

নরসিংদীতে অপহরণের ২ ঘণ্টা পর ছাত্রী উদ্ধার, আটক ৩

শাহীনুর আক্তার
  • আপডেট Wednesday, March 20, 2024

নরসিংদী সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী অপহরণের মাত্র ২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) সকালে বিদ্যালয় আসার পথে পৌর সভার সামনে থেকে অপহরণের ঘটনা ঘটে।এরপর এক বান্ধবী কলেজে এসে সংবাদ দিলে কলেজ কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ট্রাফিক ইনিপেক্টরের সহযোগীতায় মাধবদী এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও মাইক্রোবাস সহ তিন অপহরণ কারীকে আটক করে থানায় নিয়ে আসে।প্রত্যক্ষদর্শীরা জানায় কাজীর কান্দী এলাকার মাইন উদ্দিনের ছেলে আশিকুর রহমান অনিকের সাথে ঐ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পরে সর্ম্পকের অবনতী হওয়ায় তার তিন বন্ধু কাজীর কান্দী এলাকার মজিবুর রহমান (২৫) আলোকবালী এলকার আমিরুলের ছেলে ইফরান(২৬),ভীরপুর এলাকার সামসুর ছেলে মবিন(২৫)সহ অজ্ঞাত নামা কয়েকজন ঐ ছাত্রীর পথরোধ করে একটি কালো রঙ্গের মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ট্রাফিক ইনিপেক্টরের সহ যোগীতায় ভিকটিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করে নরসিংদী মডেল থানায় নিয়ে আসে। এবিষয়ে জানতে চাইলে ভিকটিমের মা জানায় একই এলাকার আশিকুর রহমান অনিক মেয়ের বিয়ের প্রস্তাব দিলে বিয়ে দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার তিনবন্ধুকে দিয়ে আমার মেয়েকে অপহরন করিয়েছে। আমার মেয়েকে ফেরৎ পাওয়ায় আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমি অপহরন কারীদের বিচার চাই।মহিলা কলেজের সহযোগী অধ্যাপক গনিত আব্দুস সামাদ জানায় সকাল ৯ টার দিকে মেয়ে এক বান্ধবি কলেজে এসে গাড়ীর নাম্বারসহ ছাত্রী অপহরনের বিষয়টি জানালে সাথে সাথে পুলিশের সহায়তা নেই। এর পর পুলিশ মাত্র ২ ঘন্টা ব্যবধানে ভিকটিমকে উদ্ধার সহ তিন অপহরন কারীকে আটক মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসে। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই আর যেন এধরানের কাজ কেউ করতে সাহস না পায়। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহম্মেদ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর
© All rights reserved © Narsingditv.com
Developer Design Host BD