মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

বেলাবতে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

শাহীনুর আক্তার / ৪৫৫ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ মার্চ সকাল ১১ঘটিকার দিন ব্যাপি প্রশিক্ষণটি দেওয়া হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইঁয়া রিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইঁউসুফ ভূইঁয়া।

এসময় বক্তব্য রাখেম নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ইঁউসুফ ভূইঁয়া প্রমুখ। বক্তাগন বলেন, বতর্মান সমাজে যুবকদের অনেক ভূমিকা তাই তাদেরকে সচেতন করতে হবে আগে। তাছাড়া বতর্মানে নেশা, মাদক, জুয়াসহ মোবাইল আসক্তি থেকে যুবকদের দুরে রাখতে হবে। তাদের জন্য কর্মের ব‍্যবস্থা করে তাদেরকে কর্মমূখী করে তুলতে হবে, যেন সুন্দর সমাজ ও একটি স্মার্ট বাংলাদেশ তৈরী হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ