শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: ২১ শে ফেব্রুয়ারিতে নরসিংদী জেলার বেলাব উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি
একুশে ফেব্রুয়ারি প্রথম পহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বেলাব উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলাব উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান ,বেলাব থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান , মোহাম্মদ নাজমুল হাসান (ভূমি ) বেলাব, বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইঁয়া রিটন,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তর খালেদা, প্রাণী সম্পদ অফিসার কামরুল ইসলাম, বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,সংস্থা,সাংবাদিক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী স্তরের জনগণ, একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই শহীদ মিনার। সকাল ৭ টায় উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি বের হয়ে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ঘুরে আবার উপজেলা পরিষদের আসে। পরে হল রুমে শহীদের নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিশেষ মোনাজাত করান উপজেলা প্রশাসন।