শাহিনুর আক্তার,বেলাব(নরসিংদী) প্রতিনিধি:
“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অর্ধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলাবতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ ডিসেম্বর) সোমবার সকালে বেলাব উপজেলা থেকে বর্নাঢ্য র্যালি মহা সরক এসে শেষ হয়। বেলাব প্রশাসন ও OKUP এর আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান ও প্রজেক্টর অফিসার ঝুমুর বিশ্বাস ।উপস্থিত ছিলেন ফেরদৌসি বেগম উপজেলা সুপার ভাইজার, সদস্য তামিম হাসান, সদস্য কামরুল ইসলাম সহ অনুষ্ঠানের সকল কমকর্তা ও সেচ্ছাসেবক, বিদেশ ফেরত অভিবাসীগন।