শাহিনুর আক্তার বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
কমলা রঙের বিশ্বে নারী,বাধার পথ দেবেই পাড়ি”
এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপকমলা রঙের বিশ্বে নারী,বাধার পথ দেবেই পাড়ি”এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সভা কক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান। উপজেলা নিবার্হী কর্মকর্তা আয়ে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উত্তম কুমার দাস ও দিবা মল্লিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়াল বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার,ওসি (তদন্ত) কবির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস। অনুষ্ঠানে ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। এ সময় সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি কমিশনের বেলাব শাখার সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক মহসিন আলম, ওসি তদন্ত ফরিখ খান, বাংলাদেশ মহিলা পরিষদ নরসিংদী জেলা বেলাব শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, সমাজ সেবক জাহানুল বাবু,বেলাব পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক প্রবীণ কুমার ঘুষ, বানজাব গার্লস স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সহ প্রমূখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতান ।
উক্ত উনুষ্ঠানে বক্তারা বলেন
যে নারকীরা এখন আর পিছিয়ে নেই। আর এই নারীদের কে এগিয়ে যেতে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি হলেন বেগম রোকেয়ার।
তাছাড়া অনুষ্ঠানে ক্যাটাগরিতে ৩ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী,সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।