শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন,সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন”প্রতিপাদ্য সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মহিলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি নাজমুন্নাহার আমেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, আন্দোলন সম্পাদক মিনতি রানি সূত্রধর,সদস্য ফাতেমা বেগম'সহ সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখায় ২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর পক্ষকাল ব্যাপি মহিলা পরিষদের গৃহিত বিভিন্ন কর্মসূচী ও নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে অবস্থান তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি।