নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে এক বিধবা নারী কৃষাণী মোর্শেদার প্রায় দুই বিঘা পাকা আমন ধানের জমির ধান আগাছানাশক দিয়ে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে। এ বিষয়ে ২১ নভেম্বর মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই নারী।
এ ব্যাপারে মোর্শেদা জানান, তার সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল কৃষি কাজ। এবছর প্রায় দুই বিঘা জমিতে আমন ধান রোপণ করেছেন তিনি। জমির ধান পাকা শুরু হয়েছে। আর কিছুদিন পরেই আমন ধান কাটা শুরু হতো। এমন সময় সকালে দেখা যায়, ধানের শীষসহ ধান গাছ কালো হয়ে যাচ্ছে। পরে নিশ্চিত হন ধানের জমিতে কে বা কারা রাতের আঁধারে আগাছা নাশক ছিটিয়ে দিয়েছে। এভাবেই গেলো বছরও একই জমিতে আগাছা নাশক দিয়ে জমির ধান বিনষ্ট করেছিলো দুর্বৃত্তরা।
এই বিষয়ে ওই কৃষাণীর স্বামীর বোন সাবিকুন্নাহার শিউলি বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
জমিতে আগাছানাশক দেওয়ার দু’দিন পর সাবিকুন্নাহার শিউলির একটি মুরগির ফার্ম থেকে চারটি ফ্যান, একটি ইলেকট্রিক মটরসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই কৃষাণী।