মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

নরসিংদীতে প্রবাস ফেরত ব‍্যক্তিকে গলা কেটে হত‍্যা

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান / ৪৮৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান,নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে কামরুজ্জামান (৪২) নামে এক প্রবাস ফেরত ব‍্যক্তিকে গলা কেটে হত‍্যা করেছে দুর্বত্ত্বরা।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টায় জেলা শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় ওই ব‍্যক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত কামরুজ্জামান নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনি মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে। এক সময় তিনি এলাকায় ছেলে-মেয়েদের প্রাইভেট পড়িয়ে কোন রকমে সংসার চালাতেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন তিনি। সেখান দীর্ঘদিন থেকেও তেমন কোন সুবিদা করতে না পেরে। মাস তিনেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন কামরুজ্জামান।

নিহত কামরুজ্জামানকে কেন, কি কারণে এবং কারা তাকে হত‍্যা করেছে এ বিষয়ে কিছুই জানানেন না তার পরিবার।

পরিবারের সদস‍্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন মাস আগে দেশে ফিরে অতীতের মত ছেলে-মেয়েদের প্রাইভেট পড়ানো শুরু করেন কামরুজ্জামান। বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর উদ্দেশ‍্যে কুমিল্লা কলোনির বাসা থেকে বের হন তিনি। পরে রাত ৯টার দিকে ব্রাহ্মণপাড়ায় গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে
তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, নিহত কামরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কেন তাকে হত্যা করেছে তা এখানো জানা যায়নি, জানতে ইতোমধ‍্যে কাজ শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ