শাহিনুর আক্তার (বেলাব প্রতিনিধি): বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বেলাব উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
২৯অক্টোবর, রবিবার সকালে বেলাব উপজেলার বারৈচা বাসটেন্ডে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদ, জেলা পরিষদের সদস্য মিরাজ মাহামুদ মিরাজ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুনজুরুল মজিদ মাহামুদ সাদী, আমলাব ইউপি চেয়ারম্যান নুরুল হাসান ভূঁইয়া, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কাউসার কাজল, সল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, চর উজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার প্রমুখ।
উক্ত শান্তি সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।