সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নরসিংদী প্রেসক্লাবের সামনে ইসলামী জনসভা ও বিক্ষোভ মিছিল করেছে জাকের পার্টির নরসিংদী জেলা শাখা।
শুক্রবার (২৭ অক্টোবর) জুম্মার নামাজের পরে নরসিংদী প্রেসক্লাব সংলগ্ন উপজেলা মোড়ে ইসলামী জনসভা শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের জেলখানার মোড়, শাপলা চত্বর সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জাকের পার্টির কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দের সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় তাঁতী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল হক সবুজ, জেলা জাকের পার্টি সহ-সভাপতি মোঃ বিজয় রহমান বিল্লাল ও জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফয়সাল আহমেদ আবদুল্লাহ প্রমুখ।
এসময় বিক্ষোভ প্রতিবাদে আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ গোলাপ মিয়া, শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান পাঠান, নরসিংদী জেলা জাকের পার্টি সেচ্ছাসেবেক ফ্রন্টের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, জেলা মৎস্যজিবী ফ্রন্টের সভাপতি মোঃ মিন্টু হাওলাদার, জেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ রাজিব হোসেন রাতুল জেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহাদাৎ মিয়া ও মহিলাফ্রন্টের নেতৃবৃন্দ।