নরসিংদীর বেলাবতে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্মিত একাডেমী (৪তলা) ভবন উদ্বোধন ও শিক্ষা সংকান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামিম পারভেজ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া লিটন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ নাজমুল হাসান,বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ, জেলা পরিষদের সদস্য মিরাজ মাহামুদ মিরাজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল্লাহ খান,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুনজুরুল মজিদ মাহামুদ সাদী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধক্ষ্য মশিউর রহমান মৃধা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান মোমেন,চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট,সল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন,আমলাব ইউপি চেয়ারম্যান নুরুল হাসান ভূঁইয়া,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আরিফ মোল্লা, বেলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া,দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তি যোদ্ধা আলাউদ্দিন আফ্রাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়া তৌফিক ভূঁইয়া ,বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক খালেদ মাসুদ পরশ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার প্রমুখ।