রোমান পথিক, রায়পুরা:
নরসিংদী রায়পুরায় এসএসসি/ সমমান পরীক্ষা ২০২৩ এর জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা অক্টোবর বুধবার মরজাল ওয়ান্ডার পার্কে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি তার বক্তব্য বলেন কৃতি শিক্ষার্থীদের সকল দায়-দায়িত্ব তিনি নিবেন এবং কলেজ পর্যায়ে তারা যেন সকল প্রকার সুযোগ-সুবিধা পায় তাও তিনি দেখবেন।
রায়পুরা উপজেলা থেকে এবছর এসএসসি বা সমমান পরিক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৩৩৪ জন শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর বইটি।
এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্যেশে এমপি’র পুত্র ও উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ সহ বক্তব্য রাখেন রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, চেয়ারম্যান ফোরাম সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, প্রভাষক শামিমা আক্তার শিমু, প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, মোঃ মুফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি আল-আমিন হোসাইন, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল চৌধুরী প্রমুখ।