মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

আয়েশা জান্নাত তাহেরা, একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা

শাহিনূর আক্তার / ৬৩৬ বার
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা ইতোমধ্যে এক বছর অতিবাহিত করেছেন বেলাবতে। এই স্বল্প সময়ের মধ্যে তিনি একদিকে যেমন মিশে গেছেন বেলাব উপজেলার মানুষদের সঙ্গে, অন্যদিকে তেমনি তার কার্যক্রমগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের কাছে।

কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন সাধারন মানুষের ভালবাসা। আয়শা জান্নাত তাহেরা যোগদানের পর থেকেই ধারাবাহিক কাজের বাইরে অনেক ব্যতিক্রমধর্মী কাজ করেছেন এবং করছেন। তিনি বেলাব উপজেলায় যে কাজ গুলো করে গেছেন তা সত্যি প্রশংসনীয়।

উপজেলায় বাল্যবিবাহ বন্ধে তার অবস্থান অত্যন্ত কঠোর। উপজেলা প্রশাসন শতাধিক বাল্যবিবাহ বন্ধ করেছে এবং বিয়ে আয়োজনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেয়া হয়েছে কারাদণ্ড, আর্থিক জরিমানা। বাল্যবিবাহ বন্ধে উপজেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে চলছে সভা সেমিনার এমন কি ইভটিজিং এর জন্য দিয়েছে কারাদন্ড।

পেশাগত দক্ষতা উন্নয়নের জন্যে তিনি উপজেলার বিভিন্ন দপ্তর এবং ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণসহ একাধিক কর্মশালার ব্যবস্থা করেছেন।

নিয়মিত কাজের বাইরে আমাদের বর্তমান নির্বাহী অফিসার যা করেছেন তা প্রশংসনীয়।

ক্ষুধা-দারিদ্র, নিরক্ষরতা ও সন্ত্রাসমুক্ত, শোষণহীন সোনার বাংলা গড়ার প্রত্যয়দীপ্ত দৃঢ় অঙ্গিকারে সকল কর্মকর্তাও কর্মচারীবৃন্দ বেলাব উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা মহোদয়ের শুভ জন্মদিনে “আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন। শুভ জন্মদিন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ