শিরোনাম:
সিজারের পর পেটে রয়ে গেল ১৮ ইঞ্চি মব কাপড় আদালতের কাঠগড়া থেকে পালালো আসামি নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন- এর জন্মদিন আজ। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে নরসিংদীতে আপ বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী ডট টিভির নির্বাহী পরিষদের বৈঠক সম্পন্ন। র‌্যাব-১১-এর অভিযানে আল্লাহ চত্ত্বর এলাকা থেকে পলাতক আসামি রাসেল মিয়া গ্রেফতার মনোহরদীতে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টার কর্মবিরতি পালন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আল্লাহর কাছে আশা রাখুন

রিপোর্টার নাম
  • আপডেট Sunday, September 10, 2023

আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশা করে দুআ করা- হতাশা ও নিরাশা না রাখা প্রসঙ্গে একটি সহীহ হাদীস ও অনুবাদ –
عَنْ أبى هريرة رضي الله عنه قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ». قِيلَ: يَا رَسُوْلَ اللّٰهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: «يَقُولُ: قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يُسْتَجَابُ لِىْ فَيَسْتَحْسِرُ عِنْدَ ذٰلِكَ وَيَدَعُ الدُّعَاءَ».
সাহাবী
আবূ হুরায়রাহ্ (রা) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
বান্দার (প্রতিটি) দু‘আ কবূল করা হয়, যে পর্যন্ত না সে গুনাহের কাজের জন্য, অথবা
আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য এবং তাড়াহুড়া করে দু‘আ করে।
জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
তাড়াহুড়া কি?
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, (দু‘আ করে) এমনভাবে বলা যে,
আমি (এই) দু‘আ করেছি।
আমি (তার জন্য) দু‘আ করেছি।
আমার দু‘আ তো কবূল হতে দেখছি না।
অতঃপর সে নিরাশ হয়ে পড়ে এবং দু‘আ করা ছেড়ে দেয়।

সহীহ : মুসলিম ২৭৩৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪২৯, সহীহ ইবনু হিববান ৮৮১, আল আদাবুল মুফরাদ ৬৫৪, সহীহ আল জামি‘ ৭৭০৫।
হাদিসের মানঃ সহীহ হাদিস

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর
© All rights reserved © Narsingditv.com
Developer Design Host BD