নরসিংদীর বড় বাজারে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা ও স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার দত্তপাড়া এলাকার মৃত গাফফারের ছেলে সজিব (৩২), হাবিবুর রহমানের ছেলে রাব্বি সরকার (৩০), একরামুল হকের ছেলে কনক (৪০), বিল্লাল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩৬), আলতাব হোসেনের ছেলে ইব্রাহিম (২৪) এবং চম্পকনগর এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২৯)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার দুপুরে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের খোদাদিলা গ্রামের আব্দুর রহমান সরকার (৫৫) নরসিংদী বাজার কালীমন্দিরের রাস্তার উপর পৌছামাত্রই ৭ জন ছিনতাইকারী তাকে ধারালো চাকুর ভয় দেখাইয়া ত্রাস সৃষ্টি করে। এসময় তাকে আঘাত করিয়া সাথে থাকা নগদ ৫ লাখ টাকা এবং ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনাইয়া নিয়া যায়।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাহারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের কথা স্বীকার করে। এসময় তাদের দখল হইতে ছিনতাইকৃত ৯০ হাজার ৫০০ টাকা ও ০৫ ভরি ১১ আনা ০৫.৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।