রোমান পথিক, রায়পুরা:
নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মবার্ষিকী ও ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১জুলাই, সোমবার সকালে উপজেলার হলরুমে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, সেরাজনগর মন্ছুর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, ডা. কবির হোসেন, মো. মাসুদুর রহমান মাসুদ, মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল এবং গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।