রোমান পথিক, রায়পুরা :
নরসিংদীর রায়পুরায় ২দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।২৭ জুলাই, বৃহষ্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাহিত্য মেলার উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে ও কবি-সাহিত্যিক মহসিন খোন্দকারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সাহিত্যবিদ প্রফেসর ড. মনিরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি উপপরিচালক ড: এ কে এম কুতুবউদ্দিন, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ড: মশিউর রহমান মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মস্তোফা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামালগীর আলম প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, কবি লেখক সাহিত্যিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।