মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে বালু উত্তোলনের দায়ে ব্যক্তির অর্থদণ্ড

বাকি বিল্লাহ / ৬৯৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

নরসিংদী রায়পুরায় ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ অর্থ অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

আজ বৃহস্পতিবার (২২ জুন) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা কিরে এ রায় দেন নির্বাহী ম্যাজস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে বালু উত্তোলন কালে কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বর্তমানে সে ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ না করায় রায়পুরা থানা হাজতে পাঠানো হয়ছে। আগামীকাল তাকে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ