রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

হারুনুর রশিদ খানের জানাযা সম্পন্ন

প্রতিনিধির নাম / ৭২৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

হারুনুর রশিদ খানের জানাযা সম্পন্ন

দুর্বৃত্তদের গুলিতে নিহত নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খানের (৭৫) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিবপুরের মজলিশপুরের গ্রামের বাড়ির সামনের মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় তাকে বীরমুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জানাজা নামাজে নরসিংদী ২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ভাতিজা ফজলে রাব্বি খান, ছেলে মো. আমিনুর রশীদ খান তাপস বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে আহত উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত কাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে উনার মৃত্যু হয়।
#

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ