মনির হোসেন (শিবপুর প্রতিনিধি): সৌদি আরবে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে মোঃ ইকবাল মোল্লা (৪৩) নামের একজন শিবপুরের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।
নিহত ইকবাল মোল্লা নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া পূর্বপাড়া গ্রামের মোঃ সালাম মোল্লার বড় ছেলে।
জানা গেছে, ইকবাল মোল্লা গত ১ সপ্তাহ আগে স্ট্রোক করে সৌদি আরব রিয়াদ কিং সৈউদ হসপিটালে ভর্তি ছিলেন। ১৬ মে (সৌদি সময় দুপুর ২ টায়) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ইকবাল মোল্লার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এবং পরিবারের সদস্যরা করছেন শোকের মাতম।